ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়িয়ে তুলতে কড়া নজর স্বাস্থ্য দফতরের

কলকাতা: বর্ষাকাল পড়তেই বাড়বাড়ন্ত শুরু ডেঙ্গির। নিত্যদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় সমস্ত দিক থেকে তৎপর স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যকর্তা ও জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব।

নিয়মিত সাফাইয়ের পাশাপাশি আনাচে কানাচে, নর্দমা, বাড়ির চারিধার পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। জ্বরৃ-সহ ডেঙ্গির অন্যান্য উপসর্গ দেখা দিলেই রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক আধিকারিকদের।

ইতিমধ্যেই ৬টি জেলায় ঘুরে রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। সেই রিপোর্টের ভিত্তিতে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে বীরভূম, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলাকে সতর্ক করা হবে বলে খবর সূত্রের। এছাড়াও, বসিরহাট, উত্তর ২৪ পরগনা, দুর্গাপুর সাব ডিভিশন, রানাঘাট, হুগলি ও হাওড়ার মতো বেশ কয়েকটি জায়গায় বাড়তি নজর দেওয়ার পরামর্শও দেওয়া হবে বলে সূত্রের খবর।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার