বিদায়বেলায় ঝোড়ো ব্যাটিং শীতের, পর পর তিনদিন নামল পারদ

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। রবিবার ২ ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ জিগ্রি সেলসিয়াস। এর পর সোমবারেও ধারাবাহিক পতন।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশ। আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো পূ্র্বাভাস নেই।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। তবে পারদ পতনের এই ধারা বেশিদিন স্থায়ী হবে না। মঙ্গলবার ফের রাতের তাপমাত্রা বাড়বে খানিকটা। এরপর অবশ্য ১ ফেব্রুয়ারি থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন