রাজ্যের বেশ কিছু জায়গায় সোমবার চলছে পুনর্নির্বাচন। রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে।
রাজ্য নিবার্চন কমিশন রবিবার জানিয়েছিল, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশনারের তরফ থেকে রবিবার জানানো হয়, “শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ”। এ ছাড়াও জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয় যে সোমবার কোন জেলাতে কটি বুথে পুনর্নির্বাচন করা হবে।
শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোটে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যায়। পুনর্নির্বাচনে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর।