পঞ্চায়েত ফলাফল ২০২৩: একের পর এক জেলা পরিষদ তৃণমূলের দখলেই

কলকাতা: মঙ্গলবার শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। গড়িয়েছে বুধবারে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির পর এ বার জেলা পরিষদেও সবুজ ঝড়।

দক্ষিণ ২৪ পরগনা: এই জেলা পরিষদ তৃণমূলের দখলেই থাকল। এই জেলার জেলা পরিষদের মোট ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী হয়েছে শাসকদল। একটি আসনে জয় পেয়েছে আইএসএফ।

ঝাড়গ্রাম: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৯টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

দক্ষিণ দিনাজপুর: এই জেলা পরিষদও তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদের সংখ্যা ২১। সব ক’টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ বিরোধীশূন্য।

জলপাইগুড়ি: : এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ২৪টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

পশ্চিম বর্ধমান: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

পূর্ব মেদিনীপুর: টানটান উত্তেজনার পর এই জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। ৫৬টি জেলা পরিষদে তারা জয় পেয়েছে। বিরোধীরা জিতেছে ১৪টি আসনে।

পশ্চিম মেদিনীপুর: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ৬০টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

কোচবিহার: এই জেলা পরিষদ তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদ ৩৪টি। তার মধ্যে ৩২টিতেই জয় পেয়েছে শাসকদল। দু’টি আসন জিতেছে বিজেপি।

আলিপুরদুয়ার: এই জেলার জেলা পরিষদ বিরোধীশূন্য। ১৮টি আসনের সব ক’টিতেই শাসকদল জয় পেয়েছে।

উত্তর দিনাজপুর: এই জেলা পরিষদ তৃণমূলের দখলে। এই জেলায় মোট জেলা পরিষদ ২৬টি। তার মধ্যে ২২টিতেই জয় পেয়েছে শাসকদল। ৩টি আসন জিতেছে বিজেপি। একটিতে বামফ্রন্ট।

আপডেট আসছে…

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?