আজও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি

কলকাতা: শেষ ক’দিন ধরে ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রাজ্যে।

হাওয়া অফিস বলছে, আজ থেকে কমবে ঝড় বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। বুধবার বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি চলবে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের