বাংলার বুকে রাতারাতি এক ধাক্কায় পারদ নামল প্রায় তিন ডিগ্রি। একইসঙ্গে আগামী তিনদিন বাংলায় জাঁকিয়ে ঠান্ডা নামার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
ঠাণ্ডা নামার পশাপাশি রাজ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা বলছে পূর্বাভাস আর সেটাও আবার হতে চলেছে বাঙালির ভ্যালেন্টাইন দিবস সরস্বতী পুজোয়, অন্তত তেমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বাংলার বুকে শীতের এই শেষ ইনিংস স্থায়ী হতে পারে আর মাত্রই ৭২ ঘণ্টা! আরও জানা যাচ্ছে যে, আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আগমন ঘটতে চলেছে বাংলার ক্ষনস্থায়ী ঋতু বসন্তের।
এই বছর শীতকে সেভাবে উপভোগ করবার সুযোগটাই জুটলো না বাঙালির, সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়ার খামখেয়ালিপনার কবলে পড়ে এই বছর বার বার বাধাপ্রাপ্ত হয়েছে বাঙ্গালীর অতি প্রিয় ঋতু শীত। খামতি থেকে গেছে বাঙালির শীত উপভোগে। তবে বাঙ্গালীর সেই ঘাটতি কিছুটা হলেও যেন পূরণের আপ্রাণ চেষ্টা দেখা যাচ্ছে শীতের শেষ বেলার এই প্রয়াসে।