কলকাতা: ষষ্ঠীতে রোদ ঝলমলে আকাশ। সপ্তমী, অষ্টমীতেও বৃষ্টির আশঙ্কা নেই ততটা। তবে পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ।
অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ক’দিন রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনাও কার্যত নেই আগামী দু’দিন। কিন্তু চিন্তা থাকছে নবমী-দশমীতে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ২২ অক্টোবর নাগাদ এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে বলে পূর্বাভাস। তার পরে এই নিম্নচাপ বাঁক নিয়ে উত্তর, উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে এগোতে পারে। যার ফলে নবমী এবং দশমীতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।
নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ। বাকি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।