কলকাতায় পারদ নিম্নমুখী, উত্তুরে হাওয়ায় জেলায় জেলায় শীতের শিরশিরানি

কলকাতা: শেষের দিকে নভেম্বর। যদিও কলকাতায় সে ভাবে কনকনে ঠান্ডার দেখা নেই এখনও। জেলার দিকে তাপমাত্রা অবশ্য অনেকটাই নীচে। হাওয়া অফিস জানিয়েছে, বাধাহীন ভাবে উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে। তাই শীতের আমেজ জারি থাকবে। উত্তরবঙ্গেও শীতের অনুকূল পরিস্থিতি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে স্বমহিমায় হাজির হতে শুরু করেছে শীত। উত্তুরে হাওয়ায় শীতের শিরশিরানি কাবু করছে জেলার মানুষকে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

হাল্কা ঠান্ডার সঙ্গে সকালের দিকে কুয়াশাও চোখে পড়ছে কোথাও কোথাও। তবে আবহাওয়াবিদদের মতে, শীতের জন্য আরও এক থেকে দু’সপ্তাহ অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতা-সহ জেলায় জেলায়।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে জলীয় বাষ্প ক্রমশ কমছে, ফলে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক