বৃষ্টি আসছে বাংলায়! দাবদাহ কাটার ইঙ্গিত হাওয়া অফিসের

দীর্ঘ তীব্র গরমের পরে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এখনই দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার পরিবেশ তৈরি হয়নি। আবহাওয়াবিদদের মতে, আরও ২-৩ দিন পরে পরিস্থিতি অনুকূল হতে পারে।

উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি চরমে। পশ্চিমের জেলাগুলি শুষ্ক। মৌসুমী বায়ু এখন উত্তরবঙ্গের কাছাকাছি। শনিবার থেকে তা সক্রিয় হয়ে মধ্য ও পূর্ব ভারতে ঢুকতে পারে বলে পূর্বাভাস।

বৃহস্পতিবার থেকে ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও হতে পারে হালকা বৃষ্টি।

উত্তরবঙ্গে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি চলবে।

সপ্তাহান্তে কিছুটা নামবে তাপমাত্রা, ফলে মিলতে পারে স্বস্তি।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস