কলকাতা: একটানা ভ্যাপসা গরমের পর স্বস্তিদায়ক আবহাওয়া বেশ উপভোগ করছেন সাধারণ মানুষ। তবে, চলতি সপ্তাহেই ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আবারও বাড়তে চলেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এর পর, মঙ্গলবারও দক্ষিণের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকেই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। যদিও আপাতত এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।