কলকাতা: সোমবার পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোট হচ্ছে সোমবার। এ বারে ভোট হচ্ছে বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান – দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর ও রানাঘাটে। রাজ্যের পাঁচটি জেলার এই আটটি কেন্দ্রে ভোট হচ্ছে এ দিন।
নির্বাচন কমিশন সূত্রের খবর, চতুর্থ দফায় মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের ৩০ হাজার কর্মী। থাকছে কুইক রেসপন্স টিমও।
এ বারের দফায় তারকা প্রার্থীর তালিকাও বেশ লম্বা। এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তৃণমূলের মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, সাত দফার মধ্যে চতুর্থ দফায় ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশের ২৫, তেলঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি আসনে। এছাড়া বিহারের ৫টি আসনে, ওড়িশার ও ঝাড়খন্ডের চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হচ্ছে।