ফের নামল পারদ, কুয়াশার সতর্কবার্তার মধ্যেই রাজ্যের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার থেকে পারদ পতনের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মতোই এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। কোথাও শীতের আমেজ, কোথাও মনোরম আবহাওয়া। এ রকম মনোরম আবহাওয়ার সঙ্গেই শনিবার সকালেও হালকা কুয়াশা দেখা যাবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল, শনিবার রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পারদ ফের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এরই মধ্যে রাজ্যের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা—দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক