কলকাতা: পৌষ মাসের শুরুতেই শীতের আমেজে ভাটা পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কিছু এলাকাতেও সামান্য বৃষ্টি হতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস নেই।
আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকবে।
শুক্রবার ও শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে।
আগামী দুদিনে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যাবে। বৃষ্টির পর পরিস্থিতি আবার শীতের অনুকূলে যাবে। তখন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা।