কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, মামলার সংশ্লিষ্ট নথি আদালতে পেশ করতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২৪ ডিসেম্বর।
নিহত চিকিৎসকের বাবা-মা সিবিআইয়ের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সিবিআই তদন্তে ইচ্ছাকৃত ত্রুটি রেখে অভিযুক্তদের ছেড়ে দিচ্ছে। পাশাপাশি, তাঁরা জানিয়েছেন, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় তাঁদের কোনও আস্থা নেই।
বৃহস্পতিবার হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে। তাঁদের কথায়, ‘‘সিবিআই ইচ্ছাকৃতভাবেই তদন্তে গাফিলতি করছে।’’ একই সঙ্গে নির্যাতিতার মা জানান, ‘‘যে চার জনের সঙ্গে আমার মেয়ে রাতে ছিল, তাদের মধ্যে দু’জনকে সাক্ষী রাখা হলেও, বাকি দু’জনকে কোনও রকম আইনি প্রক্রিয়ায় আনা হয়নি।’’
গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি জানতে চান, বিচার প্রক্রিয়া কত দিনে শেষ হবে। সিবিআইয়ের পক্ষে আইনজীবী তুষার মেহতা জানান, দ্রুতই মামলার নিষ্পত্তি হবে।
তবে নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতকে জানান, নিম্ন আদালতে প্রতিদিন শুনানি হলেও পরিবারের অভিযোগ, সিবিআই তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে না। সুপ্রিম কোর্ট এর আগে সিবিআইকে নির্দেশ দিয়েছিল, যেন নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়।