কলকাতা: আগামী সপ্তাহে বড়দিনকে কেন্দ্র করে পার্ক স্ট্রিটে শুরু হচ্ছে বার্ষিক বড়দিনের উৎসব। রাজ্যের পর্যটন দফতর আয়োজিত এই উৎসবের নাম ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’, যার আনুষ্ঠানিক সূচনা আজ সন্ধ্যায় করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন।

‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’ চলবে ১৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে পার্ক স্ট্রিট মনোরম আলোয় সাজানো হয়। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টল, ও অন্যান্য আকর্ষণ।

উল্লেখযোগ্য ভাবে, বড়দিন উপলক্ষে কলকাতা শহরের এই অংশে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। এ বারেও তার অন্যথা হবে না বলেই ধরে নেওয়া যায়।
সমস্ত ছবি: রাজীব বসু