কলকাতা: সোমবার আবহাওয়ার ভোলবদলের পূর্বাভাস ছিল-ই। সেই মতো সকাল থেকেই রোদের জেত বেশ। আবার মাঝেমধ্যেই মেঘের আড়ালে মুখ লুকোচ্ছে সূর্য। এ দিন কলকাতায় গরম একটু বেশিই থাকবে। তবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না। হাওয়া অফিসের খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে।
এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্র ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩. ডিগ্রি। সেটাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে অতিবৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি। দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়ব। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।