ফ্যান চালানোর দিন চলে এল, ৩৪ ডিগ্রি পার করল তাপমাত্রা

কলকাতা: সরস্বতীপুজো কাটতেই চড়ছে তাপমাত্রার পারদ। চলে এসেছে ফ্যান চালানোর দিন। নতুন করে বলার নয়, দোলের আগেই যে পাকাপাকি ভাবে শীত বিদায় নিচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।

ফেব্রুয়ারির শুরুতেও রাজ্যে ভালোই ঠান্ডা ছিল। তার পর সেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। পর গত কয়েক দিনে ধরে লাগাতার পারদ চড়ছে। দিন এবং রাতের তাপমাত্রা- দুটোই বাড়তে শুরু করেছে।

বুধবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। যেখানে আসানসোল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর ৩৪ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। এ দিন বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক