জাঁকিয়ে শীত আর আসবে কি? তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ! আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে বলে যে আশা করা হয়েছিল, তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। বরং উল্টে বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারছে না। এর মূল কারণ একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার আগমন, যা উত্তুরে হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি করছে। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যেই শীতের প্রকোপ কমছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের বেলা গরমভাব বজায় থাকবে। তাই আপাতত জাঁকিয়ে শীতের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে বঙ্গবাসীকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে