আবহাওয়ার বড় বদল, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। এমনিতে দক্ষিণবঙ্গে গতকয়েক দিনে ফের ভ্যাপসা গরম বেড়েছে। পূর্বাভাস মিলিয়েই আর্দ্রতা জনিত অস্বস্তিতে দরদরিয়ে ঘাম নামছে গলা বেয়ে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজও দক্ষিণবঙ্গে মোটের উপর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে। এমনকী, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের জন্য দক্ষিণের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

তবে, বজ্র-বিদ্যুৎ-সহ মূলত হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ও দিকে, উত্তরবঙ্গের জন্য মূলত সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছুটা বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দুই এক জায়গায় ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। বৃষ্টি একটু বেশি হবে আজ থেকে ২৬ আগস্ট অবধি। এই দিনগুলিতে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন