নিম্নচাপ তৈরি হলেও দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা কম

কলকাতা: রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি আরও কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। উত্তরপশ্চিম এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশে সোমবার অথবা সোমবারের পরে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তবে বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘূর্ণাবর্ত, সম্ভাব্য নিম্নচাপ বা মৌসুমী অক্ষরেখা, কোনোটাই আমাদের রাজ্যে বর্ষার জন্য খুব একটা অনুকূল নয়।”

আবহাওয়া দফতরের মতে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার