আকাশ পরিষ্কারের পূর্বাভাস, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

পিছু ছাড়ছে না বৃষ্টি। তারই মধ্যে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। যার ফলস্বরূপ এই বৃষ্টি। তবে নতুন সপ্তাহ শুরুতেই আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে দেখা যাবে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?