রবিতেও বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, কলকাতা ভিজবে কি?

কলকাতা: শুক্র ও শনিবারের পর রবিতেও বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষত, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

বৃষ্টির জেরে কলকাতার পারদে সামান্য হলেও পতন ধরা পড়েছে। রবিবার সকাল থেকেই মুখ ভার করে রয়েছে আকাশ। এ দিনেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়তে পারে।

রবিবার উপকূলের জেলা সহ বৃষ্টি কিছুটা জায়গায় বাড়তে পারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। এ দিন থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। মঙ্গলবার ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা।

মঙ্গলবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে এদিন বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক