দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। প্রতীকী ছবি
একদিকে যখন দক্ষিণবঙ্গে গ্রীষ্মের আগমনী বার্তা শোনা যাচ্ছে, তখন উত্তরের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে রাজ্যের উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। মার্চের শুরুতেই কলকাতার পারদ পৌঁছতে পারে ৩০ ডিগ্রির ঘরে। ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।