কলকাতা: বৃহস্পতিবারেও পিছু ছাডছে না তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাঁসফাঁস গরম। হাওয়া অফিসের মতে, শুক্রবার এবং শনিবার তাপপ্রবাহ চললেও, তা কিছুটা কমবে। রবিবার আরও কিছুটা স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টিও হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
রবিবারের পর গোটা রাজ্যেই ৪০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস।