গরমে সেদ্ধ হওয়ার জোগাড়! মঙ্গলেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা: আপাতত গরম কমার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। রাজ্যের যে সব এলাকায় তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ হচ্ছে, সেই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কড়া রোদ। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। হাওয়া অফিসের মতে, এমন পরিস্থিতি বজায় থাকবে আরও কয়েক দিন।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাওই দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এ রকমই গরম থাকবে। দিনের বেলা সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ২০-৪০ শতাংশের আশপাশে থাকতে পারে। ৭০ থেকে ৯০ শতাংশের আশপাশে থাকতে পারে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। উত্তরেও তিন জেলাতে চলতে পারে তাপপ্রবাহ। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হলেও কবে বৃষ্টি হবে এবং কতদিন হবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই জানা যাচ্ছে।

তবে, একাংশের আবহাওয়াবিদদের অনুমান, আগামী রবি-সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত সেই অপেক্ষাতেই বঙ্গবাসী। তার আগে চলতি সপ্তাহ জুড়ে একইরকম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

Related posts

তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানে তুলকালাম, ‘পুলিশের রাজধর্ম পালনের’ কথা তুলে ধরলেন কুণাল

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার