কলকাতা: বুধবার অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারিও করা হয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,এ দিন অস্বস্তিকর গরম থাকবে সব জেলায়। আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু’-চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
হাওয়া অফিসের মতে, বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর পর, বৃহস্পতিবারেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।
বাকি সব জেলাতেও আবহাওয়া থাকবে অস্বস্তিকর। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে,শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতায় বৃষ্টি হবে না। বরং গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে থাকবে।