কলকাতা: বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ইস্টবেঙ্গল এফসি-র। আইএসএলের পয়েন্ট টেবলের ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ফলে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলেল জটিল অঙ্ক অতিক্রম করতে হবে। অন্য দিকে, কেরালার বিরুদ্ধে ম্যাচ জেতাও ততটা সহজ হবে না।
বুধবার কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে তাদের হারিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদের চেয়ে অনেকটাই ভালো জায়গায় রয়েছে কেরালা। কেরালা ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। ফলে কেরালার বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না, সেটা বিলক্ষণ জানে লাল-হলুদ।
উল্লেখযোগ্য ভাবে, আইএসএলে ২৪ দিন পর এ দিন আবার নামছে ইস্টবেঙ্গল। গত ডার্বি ম্যাচের পর এটাই প্রথম ম্যাচ লাল-হলুদের। কোচিতে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। জিয়ো সিনেমা অ্যাপেও হবে সরাসরি সম্প্রচার।