দক্ষিণে শুকনো, শুক্রবার উত্তরের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই মুখ গোমড়া করেছিল আকাশ। ভোরের দিকে ছিল ঠান্ডা হাওয়ার শিরশিরানি। সারা দিনই মনে হল এই বুঝি বৃষ্টি নামতে পারে। তবে, শুক্রবারেও শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

এ দিনেও ভোর এবং সকালের দিকে হালকা। ঠান্ডার শিরশিরানি বজায় রয়েছে। যদিও বেলা গড়ালে গরম অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, আগামী দিন চারেক এমনই আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিন-রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্য় জেলাগুলিতে চলতি সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু’টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে। শনিবার পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টি চলতে পারে।

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা