ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই বৃষ্টি ভেজা শহর। ছবি: রাজীব বসু

কলকাতা: বাংলায় বাড়ছে তাপমাত্রার পারদ। বুধবার কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে।

তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে অস্বস্তি আরও বাড়িয়ে দিতে বুধবার থেকেই হাজির হচ্ছে বৃষ্টি। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। তবে বাকি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে।

আবহাওয়াবিদদের কথায়, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পুবালি হাওয়ার সঙ্গে মিশছে, আর তা পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শে এসে তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বহু জায়গায় বর্ষণের পূর্বাভাস রয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে