জামাইষষ্ঠীর দিনও বজ্রপাত-দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বৃহস্পতিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছ, আগামী শনিবার পর্যন্ত দুই বঙ্গেই চলবে বৃষ্টিপাত।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি জেলাগুলিতে। এ দিনের মতোই শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। মালদহ এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক