প্যাচপ্যাচে গরম! একলাফে বাড়বে তাপমাত্রা, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

গরমে হাঁসফাঁস। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবারেও সকাল থেকেই প্যাচপ্যাচে গরম। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে, বৃষ্টি হলেও চুড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি থেকে মুক্তি নেই! আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে জেলাগুলিতে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?