সংক্রান্তির দিন থেকে তাপমাত্রায় হেরফের, কী বলছে হাওয়া অফিস

কলকাতা: তাপমাত্রার পারদ সামান্য উঠলেও মকর সংক্রান্তি পর্যন্ত দাপট অব্যাহত থাকবে শীতের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে না সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।

সংক্রান্তির দিন থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। কলকাতায় ১৫ ডিগ্রির উপরে উঠতে পারে তাপমাত্রা। তবে জেলাগুলিতে ঠান্ডা কমার তেমন কোনো পূর্বাভাস নেই।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার