কলকাতায় ফের পারদ পতন, শীতের মেয়াদ আর কত দিন?

কলকাতা: শুক্রবার এক ধাক্কায় নামল কলকাতার তাপমাত্রা। তবে এই শীতের মেয়াদ যে বেশিদিন নয়, তা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম, ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে শীতের মেয়াদ খুব বড়োজোর ২৩ জানুয়ারি পর্যন্ত। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উষ্ণ থাকবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। অর্থাৎ, আগামী সপ্তাহ থেকে হাওয়া বদল। কার্যত উধাও হবে শীত।

রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে অনুমান। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে উত্তরপশ্চিম ভারতে। বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। এ সবের মাঝে বাধা পড়বে উত্তুরে হাওয়ায়। যে কারণে পারদে হেরফের। সকাল-সন্ধ্যে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২