কুয়াশার দেখা মিললেও জাঁকিয়ে শীত অমিল, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা: সকালের দিকে সামান্য কুয়াশা এবং শিশিরের দেখা মিললেও জাঁকিয়ে শীতের জন্য এখনও চলছে হা-পিত্যেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৫ ডিসেম্বর থেকেই কাঙ্ক্ষিত শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অথবা তার উপরে থাকতে পারে।

কলকাতায় সোমবারের তুলনায় পারদ সামান্য বেড়ে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৪১ থেকে ৯৮ শতাংশ।

আপাতত শীত আসতে কিছুটা বিলম্ব হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কাঙ্ক্ষিত ঠান্ডা পড়তে পড়তে ডিসেম্বরের শেষ সপ্তাহ। হাওয়া অফিস সূত্রে খবর, শীতের পথে কাঁটা হতে পারে নিম্নচাপ। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মন্দৌস বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণের তামিলনাড়ু, কর্নাটক এবং কেরল সংলগ্ন এলাকায়। মঙ্গলবার এটি কেরল উপকূলে আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিসের মতে, আকাশ আজ মেঘলা থাকলেও বুধবার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। রোদ উঠবে। সকাল থেকেই রোদের দেখা মিলবে, তাপও অনুভূত হবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক