ঊর্ধ্বমুখী পারদ! বুধেও কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি

বৃষ্টিভেজা শহর। ছবি: রাজীব বসু

কলকাতা:মঙ্গলবার রাতে বৃষ্টি। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা ভিজতে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অসম ও বিহারে। এর ফলে কলকাতা-সহ বাংলায় এই বৃষ্টি।

বুধবার ঠান্ডা থাকলেও আগের ক’দিনের মতো কনকনে নয়। গত কয়েক দিনের তুলনায় কনকনে ভাব কিছুটা কম থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির বেশি সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা কম।

বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশ সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী এবং কলকাতাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার। পশ্চিমের জেলাগুলিতেও এ দিন বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবারও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু-এক পশলা। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার আবহাওয়ার পরিবর্তন হবে। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে। আগামী ২-৩ দিনে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ  দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতেরও সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হবে। বাকি তিনটি জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ) বৃষ্টি হবে না। কালিম্পঙে শিলাবৃষ্টি হবে। তবে বৃহস্পতি ও শুক্রবার উত্তরের  সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। শনিবার শুধুমাত্র দার্জিলিঙে বৃষ্টি হবে। বাকি সাতটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার থেকে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কারণে খুব বেশি তাপমাত্রা কমবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। অনেকের মতে, শীতের এ বারের ইনিংস প্রায় শেষের দিকে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন