ফের নামল পারদ, সন্তুষ্ট শীতপ্রেমীরা

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবারও ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত দুদিনে তাপমাত্রা ৭ ডিগ্রি নামায় গোটা রাজ্যই শীত ফিরে এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও ২৪ ঘণ্টা এই শীত বজায় থাকবে। শেষবেলায় কিছুটা হলেও শীতপ্রেমীদের সন্তুষ্ট করে যাচ্ছে শীত।

আগের দিনও এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছিল তাপমাত্রা পারদ। মঙ্গলবার তা আরও কমে পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। উল্লেখযোগ্য ভাবে, এর আগে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টা এ ভাবেই শীতের আমেজ বজায় থাকবে শহরে। তবে বুধবারের পর আর শীত প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই থাকছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল পর্যন্তই এমন পরিস্থিতি রাজ্যজুড়ে বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শেষে একেবারে বিদায় নেবে শীত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক