118
নিত্যযাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকার চালু করল ‘WHERE IS MY BUS’ অ্যাপ। শনিবার এই অ্যাপ উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপের মাধ্যমে এবার স্মার্টফোনেই জানা যাবে সরকারি বাসের সঠিক অবস্থান, রুট, স্টপেজ, নির্ধারিত ভাড়া এবং আসার সময়। থাকছে ডিজিটাল টিকিট কাটার ব্যবস্থাও।
প্রথমে ১৬টি রুটের ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত সরকারি বাসকে এই পরিষেবার আওতায় আনা হয়েছে। আগামী ছ’সপ্তাহের মধ্যে এই সুবিধা সব এসি বাসে এবং পরে বেসরকারি বাসেও চালু হবে। বাসগুলির গতিবিধি নিয়ন্ত্রণ ও নজরদারিতে থাকবে কন্ট্রোল রুম। অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।