ডেস্ক: বোমা বিস্ফোরণ বর্ধমানে, আর সেই বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি আরেকজন। ভোটের মুখে এই ঘটনায় নতুন করে উত্তজনা ছড়িয়েছে বর্ধমানে।
জানা গিয়েছে, সোমবার বেলা ১১টা নাগাদ বাড়ির কাছেই একটি জায়গা খেলার ছলে মাটি খুড়ছিল ইব্রাহিম ও আফরোজ নামে ২টি শিশু। তখনই বলের মতো কিছু দেখতে পায় তারা। বল ভেবে বোমা হাতে নিতেই জোরালো বিস্ফোরণ হয়। তাঁরা পর পর দুটি বিস্ফোরণ শুনতে পান। এর পরই বাড়ি থেকে বেরিয়ে এসে অনেকে দুটি শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ আফরোজ। শেখ আব্রাহাম নামে আরেক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: বিধান রায়ের আদর্শ সামনে রেখেই ইস্তাহার প্রকাশ কংগ্রেসের
এলাকায় এসেছেন বোম ডিসপোজাল স্কোয়াড-এর কর্মীরা। তাঁরা খতিয়ে দেখছেন, কী ধরণের বোমা সেখানে রাখা ছিল। এমনকী আশেপাশে আর কোথাও বোমা রাখা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমানের রসিদপুরে থমথমে পরিবেশ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিস।