ডেস্ক: ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে এবার বাংলার দাপট। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কৃত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। অন্যদিকে সেরা স্ক্রিনপ্লে অরিজিনালের পুরষ্কার জিতে নিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’। এই ছবির জন্যই সেরা আবহসঙ্গীতের পুরষ্কার জিতেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
সেরা হিন্দি ছবি নির্বাচিত হল সুশান্ত সিং রাজপুত-শ্রদ্ধা কাপুরের ‘ছিছোড়ে’। সেরা ফিচার ফিল্ম হিসেবে মোহনলাল, কীর্তি সুরেশ অভিনীত মালয়ালম ছবি ‘মারাক্কর’। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী এবং একই ক্যাটাগরিতে ‘অসুরণ’-এর জন্য পুরস্কার পেলেন দক্ষিণী তারকা ধনুশ। পাশাপাশি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত কঙ্গনা রানাওয়াত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-র জন্য জীবনের চতুর্থ জাতীয় পুরস্কারটি পেলেন অভিনেত্রী। সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত নাগা বিশাল।
আরও পড়ুন: সদ্যই মুক্তি পাওয়া অভিমুন্য মুখোপাধ্যায়ের ছবি ফ্লাইওভারের ট্রেলার দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে…
অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ সিনেমায় ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হয়েছেন বি প্রাক। সেরা অ্যানিমেটেড ছবি হিসেবে সম্মানিত ‘রাধা’। সেরা শিশুদের ছবির পুরস্কার পেল ‘কস্তুরি’।
সেরা ছবি (মালায়ালম ভাষায়) মারাক্কর-আরাবিক্করালিনতে সিমহম। পরিচালক প্রিয়দর্শন। সেরা ফিল্ম ফ্রেন্ডলি স্টেট- সিকিম, সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সংলাপ- বিবেক অগ্নিহোত্রি (দ্য তাশখন্দ ফাইলস), সেরা সহ অভিনেতা- বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স), সেরা ছবি (সামাজিক বিষয়)- আনন্দি গোপাল, সেরা তেলগু ছবি- জার্সি, সেরা তামিল ছবি- অসুরণ।