মাঝ আকাশে মহিলা যাত্রীকে কাঁকড়া বিছের কামড়

এ বার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক মহিলা যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ে দেওয়ার অভিযোগ। গত মাসে এই ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার নাগপুর-মুম্বই উড়ানে। শনিবার বিমান সংস্থার এক বিবৃতিতে ওই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

বিমান সংস্থা জানায়, দিল্লিতে ওই বিমান যাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ২৩ এপ্রিলের ওই ঘটনা একেবারেই বিরল ঘটনা। বিমানে কাউকে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে এমন ঘটনার কথা খুব একটা শোনা যায় না।

ওয়াকিবহাল মহলের মতে, নিয়ম অনুযায়ী বিমানে যাত্রী তোলার আগে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। কীটপতঙ্গ মারার জন্য কীটনাশকও স্প্রে করা হয়। তার পরেও এই ঘটনা খুবই অনভিপ্রেত।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক