মাঝ আকাশে মহিলা যাত্রীকে কাঁকড়া বিছের কামড়

এ বার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক মহিলা যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ে দেওয়ার অভিযোগ। গত মাসে এই ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার নাগপুর-মুম্বই উড়ানে। শনিবার বিমান সংস্থার এক বিবৃতিতে ওই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

বিমান সংস্থা জানায়, দিল্লিতে ওই বিমান যাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ২৩ এপ্রিলের ওই ঘটনা একেবারেই বিরল ঘটনা। বিমানে কাউকে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে এমন ঘটনার কথা খুব একটা শোনা যায় না।

ওয়াকিবহাল মহলের মতে, নিয়ম অনুযায়ী বিমানে যাত্রী তোলার আগে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। কীটপতঙ্গ মারার জন্য কীটনাশকও স্প্রে করা হয়। তার পরেও এই ঘটনা খুবই অনভিপ্রেত।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের