প্রথম পাতা খবর লোকসভায় পাশ হওয়ার পর এ বার রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল

লোকসভায় পাশ হওয়ার পর এ বার রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল

387 views
A+A-
Reset

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হবে মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় বিলটিকে সমর্থন করেছেন ৫৫৪ জন সাংসদ। এ বার রাজ্যসভায় বিল পাশ হলে লোকসভা ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের রাস্তা পরিষ্কার হয়ে যাবে।

মঙ্গলবার লোকসভায় এই বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল। বুধবার দিনভর উত্তপ্ত বাদানুবাদের পর, লোকসভায় পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। যার পোশাকি নাম, ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’।

লোকসভার ভোটাভুটিতে এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ২ জন সাংসদ। তাঁরা দু’জন হলেন এআইএমআইএম-এর আসাদউদ্দিন ওয়াইসি এবং ইমতিয়াজ জলিল। বিলে সংশোধন চেয়েছেন তাঁরা।

মহিলা সংরক্ষণ বিল অবশেষে লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাস হলেও বিরোধীরা বিলের অধীনে অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) এবং এসসি/এসটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবি জানায়। বিরোধের আরেকটি বিষয় ছিল বিলটির বাস্তবায়নের সময়সীমা। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে আইনটি কার্যকর করার জন্য জোরালো সওয়াল করছে বিরোধীরাও।

প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর পরে অবশেষে সংসদের নিম্নকক্ষ স্বীকৃতি দিল মহিলা সংরক্ষণের দাবিকে। এর পর প্রথামাফিক রাজ্যসভায় পাশ করিয়ে বিলটিকে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির ছাড়পত্র পেলে কার্যকর হবে মহিলাদের জন্য লোকসভা-বিধানসভায় আসন সংরক্ষণ। বলে রাখা ভালো, এ দিন রাজ্য সভায় মহিলা সংরক্ষণ বিলের পক্ষে সওয়াল করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.