কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হয়েছে দিঘা থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে । সকাল সাড়ে ৯টা নাগাদ নর্থ ধামড়ায় শুরু হয় ল্যান্ডফলের প্রক্রিয়া। চলবে ৩ ঘণ্টা ধরে। জানাল আবহাওয়া দফতর।
সকাল ৯টাতেই ধামরায় ল্যান্ডফল শুরু হল ইয়াসের। কথা ছিল বেলা ১২টায় ল্যান্ডফল হওয়ার, কিন্তু আশঙ্কা বাড়িয়ে এগিয়ে এল ইয়াসের ল্যান্ডফলের সময়। ভরা কোটাল নিয়ে আগেই আশঙ্কা ছিল। তা সত্যিই করেই ধামরা ও বালেশ্বরের মাঝে ল্যান্ডফল হতে শুরু করেছে ইয়াস। বিপদ বাড়ল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও। উত্তাল দিঘার সমুদ্র।
জলচ্ছ্বাসে কার্যত ভেসে গিয়েছে ধামড়ার উপকূলবর্তী এলাকা।ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী ও NDRF। ওডিশায় সাইক্লোন প্রভাবিত এলাকার বাসিন্দাদের ত্রাণ সামগ্রী প্রদান নৌসেনার। খুরদায় INS চিল্কা প্রয়োজনীয় সামগ্রী মজুত রেখেছে। বিশাখাপত্তনমের ইস্টার্ন নভাল কম্যান্ডের সঙ্গে কাত মিলিয়ে কাজ করছে ওডিশা সরকার।