মনোনয়ন পেশ করলে বিরোধীদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তাঁকে শেষ মুহূর্তে সমর্থন দিল কেসিআরের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS)। তাঁর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ অভিষেক ব্য়ানার্জি ও সৌগত রায় , এনসিপি প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী প্রধান অখিলেশ যাদব, এনসি প্রধান ফারুক আবদুল্লা, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি প্রমুখ বিরোধী নেতৃত্ব।
যশবন্ত সিনহা মনোনয়ন জমা দেওয়ার কিছুক্ষণ আগেই টিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি এবং মন্ত্রী কে টি রামা রাও ট্যুইট করে দলের সিদ্ধান্তের কথা জানান৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস জানিয়ে দিল, রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকেই সমর্থন করবে তারা৷ দলের সাংসদদের সঙ্গে কে টি রামা রাও নিজেও মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন৷ মনোনয়ন পেশের আগে সংসদ ভবনের বাইরে যশবন্ত সিনহাকে সংবর্ধনা দেন বিরোধীরা। উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।