কলকাতা: খাস কলকাতায় চলল গুলি। গেস্ট হাউসের ঘর থেকে পরপর গুলির শব্দ। লেক গার্ডেন্সের একটি গেস্ট হাউসে সঙ্গিনীকে গুলি চালানোর পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন যুবক।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় যুবকের। তাঁর সঙ্গিনীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ওই তরুণী।
ঘটনায় প্রকাশ, লেক থানা এলাকার নিউ মেট্রো নামের একটি গেস্ট হাউসে উঠেছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। দু’জনেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, রবিবার ওই গেস্ট হাউসে গিয়েছিলেন তাঁরা। বুধবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
এ দিন বিকেলে ওই তাঁদের ঘরের মধ্যে থেকে আচমকাই গুলির শব্দ পাওয়া যায়। তারপরেই তড়িঘড়ি ওই ঘরে যান গেস্ট হাউসের কর্মীরা। সূত্রের খবর, সেখানে গিয়ে কর্মীরা দেখেন ঘরের মধ্যে এক যুবক মাটিতে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। আর এক তরুণীও মাটিতে জখম অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে। দুজনকেই যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, নিয়ে যাওয়ার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। কেন এমন ঘটনা? উত্তর খুঁজছে পুলিশ।