Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৯ উইকেটে ভরাডুবি রোহিতদের, সিরিজে ফিরল অস্ট্রেলিয়া - NewsOnly24

৯ উইকেটে ভরাডুবি রোহিতদের, সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

ভারত: ১০৯ (বিরাট ২২, কুনেম্যান ৫/১৬) এবং ১৬৩ (পূজারা ৫৯, লিয়ঁ ৮/৬৪)

অস্ট্রেলিয়া: ১৯৭ (খোয়াজা ৬০, জাদেজা ৪/৭৮) এবং ৭৮-১ (হেড ৪৯, লাবুশেন ২৯)

ইনদওর টেস্টে ভারতের স্পিন আক্রমণ সামলে কার্যত অনায়াস জয় তুলে নিল অজিরা। আড়াই দিনের মধ্য়েই খেলা শেষ হয়ে গেল। ভারতকে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম দুই টেস্ট জিতে নিয়েছিল ভারত। বাকি ছিল আরও দুই। তৃতীয় টেস্টে দুই ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ভারতকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছিল যে, ম্যাচ জিততে হলে শেষদিন অজিদের ৭৫ রানে অল-আউট করতে হতো ভারতকে। সেইমতো শুরুটাও করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ওভারেই উসমান খোয়াজাকে ফিরিয়ে দিয়ে ভারতীয়দের ক্ষীণ আশা দেখিয়েছিলেন তিনি। বেশ কয়েক ওভার ভালো চাপও তৈরি করেছিলেন ভারতীয় স্পিনাররা।

কিন্তু শুরুতে চাপে পড়লেও সেখান থেকে দলকে টেনে তুললেন ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশেন। প্রথম ১০ ওভার ধরে খেললেন তাঁরা। কোনো ঝুঁকি নেননি। বড় শট খেলার চেষ্টা করেননি। কয়েক ওভার পরই পালটা আক্রমণ করেন হেড এবং লাবুশেন।

তাঁদের আটকাতে সব রকম চেষ্টা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্পিন কাজ না করায় পেসারকেও আক্রমণে আনেন। কিন্তু কেউ তাঁকে উইকেট এনে দিতে পারলেন না। শেষ পর্যন্ত মাত্র ওভারে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ম্যাচ জিতল তারা।

Related posts

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি

মেসি-ইস্যুতে বড় মোড়: মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, ‘টিকিটের টাকা ফেরত দেওয়া’ হবে মুচলেকা মূল

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় ব্যথিত মুখ্যমন্ত্রী, ফুটবল-তারকা ও সমর্থকদের কাছে ক্ষমা; অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি