Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেমিফাইনালে যেতে পারে আফগানিস্তান, জানুন কীভাবে - NewsOnly24

অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেমিফাইনালে যেতে পারে আফগানিস্তান, জানুন কীভাবে

মঙ্গলবার হৃদয় ভেঙে গেছে আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের। গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ডাবল সেঞ্চুরি করে আফগানিস্তানের আশা ভঙ্গ করেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হারতে হয়েছে আফগানিস্তানকে। তবে এখনও পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার সামান্য হলেও সুযোগ রয়েছে আফগানদের সামনে।

উল্লেখযোগ্য ভাবে, হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বে আফগানিস্তান গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের খুব কাছাকাছি ছিল। অস্ট্রেলিয়াকে ২৯২ রানের টার্গেট দিয়েছিল তারা। অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানে সাত উইকেট হারিয়ে ফেলে। কিন্তু তারপর গ্লেন ম্যাক্সওয়েল পুরো ম্যাচের গতিপথ পাল্টে দেন।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের এখনো সেমিফাইনালে ওঠার সুযোগ আছে। এর পরে অমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানকে ম্যাচ খেলতে হবে। এই ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে। এ ছাড়া আফগানিস্তানকেও সেমিফাইনালে উঠতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওপর নির্ভর করতে হবে।

নিউজিল্যান্ড ও পাকিস্তান তাদের শেষ লিগের ম্যাচে হারলে আফগানিস্তান শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে। নিউজিল্যান্ডকে তাদের শেষ ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে আর পাকিস্তানকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। ফলে, এই দু’টি ম্যাচের ফলাফলের উপরেও নির্ভর করছে আফগানিস্তানের ভাগ্য!

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি