48
ডার্বি জয়ের পর আজ, শুক্রবার আইএসএলে জামশেদপুরের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। গত শনিবার ইস্টবেঙ্গলকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সবুজ-মেরুন শিবির। তবে ইতিহাস বলছে, ডার্বিতে জয়ী দল পরের ম্যাচেই হোঁচট খায়।
মোহনবাগানের আজকের প্রতিপক্ষ জামশেদপুরও দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ তিনটি ম্যাচ জিতেছে তারা এবং পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২৭ পয়েন্ট নিয়ে। একই পয়েন্টে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা গোয়া ও বেঙ্গালুরু, তবে জামশেদপুর একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান।
আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে জামশেদপুরে, খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেলে, এছাড়াও হটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।