প্রথম পাতা খেলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হার ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হার ভারতের

349 views
A+A-
Reset

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষ বার ভারত আইসিসি ট্রফি জিতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি। এর পর সেমিফাইনাল এবং ফাইনাল অবধি পৌঁছলেও প্রত্যাশা পূরণ হয়নি। ১০ বছর পরেও আইসিসি ট্রফি অধরাই থেকে গেল ভারতের। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারল ভারত। রবিবার টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারল টিম ইন্ডিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে পঞ্চম দিনে ভারতের সামনে ছিল ২৯৬ রান। বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেদের থেকে লড়াই দেখতে চেয়েছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু প্রথম সেশনেই তাঁরা আউট হয়ে যান। ভারতের জয়ের আশাও ওখানেই শেষ হয়ে যায়। অন্য দিকে, অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল শেষ সাত উইকেট। তা সহজেই তুলে নিলেন স্কট বোলান্ডরা।

এই প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। আর প্রথম বারই বাজিমাত করল। আর পর পর দু’বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও জেতা হল না ভারতের।

অস্ট্রেলিয়া: ৪৬৯ ও ২৭০/৮ ডিক্লেয়ার

ভারত: ২৯৬ ও ২৩৪

২০৯ রানে জয় অস্ট্রেলিয়ার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.