পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ডেস্ক: টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া। রবিবারের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের পাকিস্তানই। কিন্তু শেষের দিকে এসে সব হিসেব বদলে গেল। ম্যাথু ওয়েড ও স্টোয়নিস পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিলেন। শাহিন আফ্রিদির মতো বোলারকে তিন-তিনটি ছক্কা মেরে ম্যাচ নিয়ে গেলেন ম্যাথু ওয়েড।


শাহিন শাহ আফ্রিদির শেষ ওভারের শেষ তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে জয় এনে দিলেন ৫ উইকেটে, ১ ওভার বাকি থাকতেই। ২টি চার ও চারটি ছয়ের দৌলতে ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থেকে ওয়েড মনে করালেন মাইক হাসিকে। সংযুক্ত আরব আমিরশাহীতে টানা ১৬টি টি ২০ আন্তর্জাতিকে অপরাজেয় পাকিস্তান হারের মুখোমুখি হল ২০১৫ সালের পর। ইংল্যান্ডের পর অপর গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানও বিদায় নিল বিশ্বকাপ থেকে। পাকিস্তান এবারের বিশ্বকাপে প্রথম পরাজয়ের মুখে পড়ল সেমিফাইনালে। রবিবার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই দেশের কেউই এখনও টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি।

Related posts

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?

আইএসএল ফাইনালে এগিয়ে থেকেও হার মোহনবাগানের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কেকেআরের, ওয়াংখেড়েতে ২৪ রানে জিতল নাইটরা